বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘সাফল্য ও উৎকর্ষের দুই দশক’- প্রতিপাদ্যে নানা আয়োজন ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
শনিবার গাজীপুরের সালনায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দীন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রফেসর ড. আবদুল হামিদ চেয়ারম্যান এগ্রারিয়ান রিসার্স ফাউন্ডেশনের লেখা প্রবন্ধ উপস্থাপন করেন।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল মান্নান আকন্দ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. খোরশেদ আলম ভূঞা, রেজিস্ট্রার ছৈয়দ জহুরুল আমিন, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. এ. আর. এম. সোলাইমান।
সন্ধ্যায় বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।