রাশিফল

মেষে প্রেম নিয়ে আলোচনা নিষেধ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

এখনই প্রেম নিয়ে বেশি আলোচনা না করাই ভালো। সমস্যার সম্মুখীন। পুরোনো রোগে ভোগান্তি। নেতিবাচক চিন্তায় কর্মে সমস্যা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম দাম্পত্যে বিবাদ। মানসিক শান্তি ভঙ্গ হতে পারে। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলায় সাবধানতা প্রয়োজন। ব্যবসায়ে শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মের মাধ্যমে খুশি খুঁজে পাবেন। প্রিয়জনদের সঙ্গে দেখায় আনন্দলাভ। ব্যবসার মূলধন জোগাড়ে সমস্যার মুখে পড়তে হতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ে মিশ্রযোগ। সম্পর্কের উন্নতি। মাতা বা মাতৃস্থানীয়র শরীর নিয়ে চিন্তা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দিনটি শুভ। তবে শারীরিক ব্যাধির কারণে সাময়িক সমস্যা। অযৌক্তিক কথোপকথনে বাকবিতন্ডা। প্রেমযোগ মিশ্র।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দাম্পত্যে প্রেম। মানসিক শান্তি। বিনোদনে ব্যয়। সৃষ্টিশীল কাজে যুক্ত থাকার সম্ভাবনা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায়ে ইতিবাচক প্রভাব। পারিবারিক শান্তি বজায় থাকবে। আর্থিক সফলতা। প্রেমে নেতিবাচক ভাবনা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাসার পরিবেশ বন্ধুর সমান। ভ্রমনের পরিকল্পনা। মানসিক শান্তি। দিন কয়েকে নতুন প্রকল্পের সুচনা হতে পারে। প্রেম শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শারীরিক কষ্টে ভোগান্তি। পারিবারিক সদস্যদের সঙ্গে বিবাদ। অধিক ব্যয়। অনিদ্রা। প্রেমযোগ মিশ্র।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ব্যয় সম্ভবত বাড়তে পারে। পড়ুয়াদের জন্য দিনটি যথাযোগ্য। বিতর্কিত লোকজনের সঙ্গে বচসা। যাত্রা যোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রকল্পগুলি সুসম্পন্ন করবেন। অসম্পূর্ণ কাজগুলিও সম্ভবত সম্পন্ন করতে পারবেন। অধীনস্থ কর্মচারীদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেম যোগ শুভ। দাম্পত্য জীবনও আনন্দের। সম্ভবত ভ্রমণের পরিকল্পনা। ব্যবসায় লাভের সম্ভাবনা।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button