অবশেষে ‘সরকারি গাছ’ চুরির মামলায় জলিল মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জাঙ্গালিয়ার শশী মার্কেট এলাকার সড়কের পাশে থাকা সরকারি গাছ চুরির মামলায় অবশেষে আব্দুল জলিল খন্দকারকে (মাস্টার) গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে তাকে জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আর্শাদ মিয়া।
গ্রেপ্তার আব্দুল জলিল খন্দকার (মাস্টার) জাঙ্গালিয়া ইউনিয়নের মৃত লতিফ খন্দকারের ছেলে। জলিল খন্দকার জাঙ্গালিয়া সিদ্দিক মিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি এলাকায় জলিল মাস্টার হিসেবে পরিচিত।
এর আগে গত ২৭ জুন জাঙ্গালিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) বাদী হয়ে ‘সরকারি গাছ’ চুরির অভিযোগে জলিল মাস্টারের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
জলিল মাস্টারকে গ্রেপ্তার ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করে স্থানীয়রা বলেন, ‘দীর্ঘদিন যাবত জাঙ্গালিয়ার বিভিন্ন সড়কের পাশে থাকা সরকারি গাছ চুরির ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ চুরির সঙ্গে জড়িতদের বিচারের দাবি উঠে। এর প্রেক্ষিতে মামলা দায়ের পর শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে জলিল মাস্টারকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। ফলে সরকারি গাছ চুরি বন্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে’।
মামলার বাদী জাঙ্গালিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার হোসেন মোল্লা এর আগে জানিয়েছিলেন, গত ২৩ মে বিকেল পাঁচটার দিকে জাঙ্গালিয়া শশী মার্কেটের পূর্ব পাশে সড়ক সংলগ্ন থাকা সরকারি একটি মেহগনি গাছ কেটে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক চার হাজার টাকা। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে গত ২৭ জুন কালিগঞ্জ থানায় সরকারি গাছ চুরির অভিযোগে আমি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি।
চুরি যাওয়া গাছটি জব্দ করার পর বর্তমানে ‘কামাল স’মিলের’ হেফাজতে সরকারি নিয়ন্ত্রণে রয়েছে রয়েছে বলেও জানিয়েছিলেন কাওছার হোসেন।
কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আর্শাদ মিয়া বলেন, ‘সরকারি গাছ চুরির মামলায় জলিল মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১ টা ৫৫ মিনিটে জলিল মাস্টারকে থানার হাজতখানায় রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে’।
আরো জানতে……
কালীগঞ্জে ‘সরকারি গাছ’ চুরির অভিযোগে জলিল মাস্টারের বিরুদ্ধে মামলা