রাশিফল

তুলায় সারপ্রাইজ, কন্যায় প্রেম নিয়ে বিবাদ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কর্মে উন্নতি। প্রেমে সমস্যা বজায়। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। শিক্ষায় শুভ। আর্থিক যোগে বাধা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আর্থিক লাভের যোগ। যাত্রাযোগে শুভ ফল। কর্মক্ষেত্রে সাফল্য। প্রেমে গোপন শত্রুতা। বিদেশ ভ্রমণ এবং বিনোদনের সম্ভাবনা।

মিথুন: (২২মে – ২১ জুন)

বিপদে বন্ধুর সাহযোগিতা। ব্যয়ের কারণে অর্থ চিন্তা বাড়তে পারে। সমস্যা থাকলেও ব্যবসায় যোগ শুভ। প্রেমে জটিলতা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

ধর্মীয়স্থানে দান করায় আনন্দ। ব্যবসায়ে চিন্তা। পেটের সমস্যায় ভোগান্তি। প্রেম নিয়ে পরিবারে সমস্যা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

বিভিন্ন কারণে শত্রু ভয় বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ। প্রেমে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। চিকিৎসায় অর্থব্যয়।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

বিলাসিতায় ব্যয়। প্রেম নিয়ে বিবাদ। বিদেশ ভ্রমণের যোগ আছে। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

সারপ্রাইজ পেতে পারেন। বিপদে অপরের সহযোগিতা। মনে চাঞ্চল্যতা কাজের মানসিকতা নষ্ট করবে। প্রেমে মানসিক চাপ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

কর্মে উচ্চ ব্যক্তির সহযোগিতা। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। প্রেমে জটিলতা। ব্যবসায় শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বিদেশে যাওয়ার পরিকল্পনা। শিক্ষায় শুভ। ব্যবসায় লাভ বৃদ্ধি। প্রেম নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

ব্যবসায় লেনদেন নিয়ে বিবাদ হতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। তৃতীয় ব্যক্তির জন্য প্রেমে মানসিক চাপ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কর্মক্ষেত্রে সামান্য ব্যাপারে বিবাদ শুরু হতে পারে। আর্থিক বিষয় নিয়ে মানসিক চাপ। প্রেমে মিশ্রযোগ। ভ্রমণের পরিকল্পনা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কোনো কারণে ঘৃণা বৃদ্ধি পেতে পারে। কর্মে কুশলতা। আর্থিক ক্ষয়ক্ষতি। বাসায় অতিথির আগমন। পায়ের যন্ত্রণায় ভোগান্তি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button