গাজীপুর
বিশ্ব ইজতেমার ২য় পর্বের সময় বাড়লো একদিন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময় বাড়িয়ে মঙ্গলবার করা হয়েছে। সে অনুযায়ী আখেরি মোনাজাত সোমবার না হয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোগান্তি পোহাতে হয় ইজতেমায় আগত মুসল্লিদের। প্রস্তুতি না থাকার বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হলে আলোচনা করে সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ৫৪তম বিশ্ব ইজতেমা শুরু হয়। শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম পর্ব।