বাড়িতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার তামিল অভিনেতা
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন জনপ্রিয় তামিল অভিনেতা শাম। বেরসিক পুলিশ সেখানে হানা দিয়ে পণ্ড করে দেয় আসর। গ্রেপ্তার করা হয় শামসহ আরো ১২ জুয়ারিকে।
চেন্নাইয়ের নুঙ্গামবাক্কাম এলাকায় অবস্থিত শামের ফ্লাট থেকে আটক ওই ১২ জনের মধ্যে দক্ষিণী সিনেমার কয়েকজন নতুন পরিচালক, বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, হোটেল মালিক, নামী ব্যবসায়ী এমনকি আইনজীবীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও ওই ফ্ল্যাট থেকে তাসের প্যাকেট, টোকেন ছাড়াও জুয়া খেলার আরো বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করলেও তাদের সকলকেই জামিনে মুক্তি দেয়া হয়েছে।
২০০১ সালের ‘টুয়েলভ বি’ সিনেমা দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় শামের। তামিল ছাড়াও তেলেগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় নির্মিত বহু ছবিতে সহ-অভিনেতা হিসেবে দেখা যায় তাকে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাভিয়া’।