গাজীপুরে স্কাউটসদের উড ব্যাজ ও স্কার্ফ দিয়েছেন জেলা প্রশাসক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার-এর ৮জন এ্যাডাল্ট লিডারের মাঝে উড ব্যাজ ও উড ব্যাজ স্কার্ফ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম ৮জন রোভার স্কাউট লিডারের মাঝে উড ব্যাজ ও উড ব্যাজ স্কার্ফ পরিয়ে দেন।
এসময় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যাপক এম এ বারী উপস্থিত ছিলেন।
উড ব্যাজ অর্জনকারী রোভার স্কাউট লিডাররা হলেন, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার-এর কমিশনার ও প্রতীতি মুক্ত রোভার স্কাউট গ্রুপের স্কাউটার অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার-এর কোষাধ্যক্ষ টংগী সরকারি কলেজের স্কাউটার সারোয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভার-এর যুগ্ম সম্পাদক ও ভাওয়াল মুক্ত রোভার স্কাউট গ্রুপের স্কাউটার এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, দিশারী মুক্ত রোভার স্কাউট গ্রুপের স্কাউটার শামীম আহসান, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্কাউটার আবু সালেক, গাজীপুর মেট্রোপলিটন মুক্ত রোভার গ্রুপের স্কাউটার শরিফুল ইসলাম আশিক, মৌচাক মুক্ত রোভার স্কাউট গ্রুপের স্কাউটার মাসুদা আক্তার, ইকবাল সিদ্দিকী কলেজের স্কাউটার শেখ শফিকুল ইসলাম।
সম্প্রতি তারা বাংলাদেশ স্কাউটসের এ্যাডাল্ট লিডার হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ সভাপতি প্রফেসর এম এ বারী বলেন, স্কাউটিংয়ের রীতি অনুসারে এই ৮জন রোভার স্কাউট লিডার আজ থেকে এ্যাডাল্ট লিডার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন।