কাপাসিয়ায় গরুকে জোর করে পানি খাওয়ানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে অসাধু বিক্রেতারা বেশি দামে গরু বিক্রি করার উদ্দেশে জোর করে পাইপের মাধ্যমে গরুকে পানি খাওয়ানোর দায়ে দু’জন গরু বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭ টার সময় আমরাইদ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাপাসিয়ার আমরাইদ বাজারে সপ্তাহের প্রতি মঙ্গলবার গরুর হাট বসে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে অসাধু বিক্রেতারা বেশি দামে গরু বিক্রি করার জন্য গরু হাটে আনার পূর্বে জোর করে পাইপের মাধ্যমে গরুকে পানি খাওয়াতে থাকে, গরুর পেট মোটা না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চালাতে থাকে। সম্পূর্ণ পেট ভরে গেলে গরুকে অনেক মোটা দেখা যায়, এতে করে গরুকে তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারে। মঙ্গলবার সকালে এমন সংবাদ পেয়ে আমরাইদ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে দু’জন গরু বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা বলেন, ভোক্তাকে ফাঁকি দেয়ার উদ্দেশে গরু হাটে আনার পূর্বে জোর করে পাইপের মাধ্যমে গরুকে পানি খাওয়ানোর অপরাধে বাসার ও জালাল নামে দু’জন গরু বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই দুই বিক্রেতা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা থেকে গরু বিক্রির জন্য আমরাইদ বাজারের গরুর হাটে এসেছিল।