কালীগঞ্জে স্বামী-সন্তানকে ঘুমে রেখে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে স্বামী-সন্তানকে ঘুমে রেখে গলায় ফাঁস দিয়ে সুমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সুমা আক্তার টেক মানিকপুর এলাকার মোল্লা বাড়ির শফিকুল মোল্লার স্ত্রী। সুমা দুই সন্তানের জননী।
স্থানীয়রা বলেন, শফিকুল মোল্লা তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে প্রতিদিনের মতো সোমবার রাতেও একসঙ্গে ঘুমায়। সকালে ঘুম থেকে জেগে দেখেন তার স্ত্রী সুমা আক্তার গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে থানায় খবর দিলে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
কিন্তু নিহতের পরিবারের দাবি শফিকুল মোল্লা রাতে বিলে মাছ ধরতে গেলে সুমা আত্মহত্যা করে।
অপর দিকে স্বামী-সন্তানকে ঘুমে রেখে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় এলাকায় কৌতুহল দেখা দিয়েছে আত্মহত্যা না হত্যার পর ঝুলিয়ে রেখেছে? মাছ ধরতে যাওয়ার পর আত্মহত্যা করেছে, নাকি হত্যার পর ঝুলিয়ে রেখে মাছ ধরতে গেছে?
তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর মিঞা (বাক্কু) বলেন, রাতের কোন এক সময় শফিকুল মোল্লার স্ত্রী সুমা আক্তার গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে মারা যায়। পরে থানায় খবর দিলে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিব হাসান, সুমা আক্তার নামে এক গৃহবধূ গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে মারা যায়। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের পরিবারের দাবি সুমার স্বামী শফিকুল মোল্লা রাতে বিলে মাছ ধরতে গেলে সুমা আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।