গাজীপুর

কালীগঞ্জের ইয়াবা সম্রাট শাকিল মোল্লাসহ মাদক সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের ইয়াবা সম্রাট খ্যাত শাকিল মোল্লাসহ মাদক সিন্ডিকেটের তিন সদস্যকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) রাতভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ইয়াবা সম্রাট শাকিল মোল্লাসহ গ্রেপ্তার তিন জনকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত।

গ্রেপ্তার ইয়াবা সম্রাট শাকিল মোল্লা (৩১) মোক্তারপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের করিম মোল্লার ছেলে এবং মাদক সিন্ডিকেটের অপর দুই সদস্যরা হলো- বড়গাঁও গ্রামের নূর মোহাম্মদের ছেলে আসাদ ভূঁইয়া (২৭) এবং একই এলাকার চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ বুরুজ মিয়া (৩০)।

স্থানীয়রা বলেন, রোববার রাত ৮ টার দিকে দালান বাজার থেকে প্রথমে ইয়াবা সম্রাট শাকিল মোল্লাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। পরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা মাদক সিন্ডিকেটের আরো দুই সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ইয়াবা সম্রাট শাকিল মোল্লা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সিন্ডিকেটের প্রধান। সে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে।

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক বলেন, রোববার রাতভর জামালপুর এবং মোক্তারপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শাকিল মোল্লাসহ তার সহযোগী আরও দুই মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। শাকিল মোল্লার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুই মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছি।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, রোববার রাতে অভিযান পরিচালনা করে শাকিল মোল্লাসহ তিন মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শাকিল মোল্লার বিরুদ্ধে দুই মামলায় আদালতের গ্রেপ্তার পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার বিকেলে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button