পূবাইলের মিরেরবাজার চৌরাস্তায় যানজটে নাকাল যাত্রীরা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের মিরেরবাজার চৌরাস্তার ভয়াবহ যানজটে নাকাল পরিবহন ও যাত্রীরা।
এছাড়াও মিরেরবাজারের ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, মাসিক টোকেন বাণিজ্যসহ ট্রাকড্রাইভারদের মারধরের অভিযোগের মতো ঘটনা।
২-৩ দিন ধরে দেখা যাচ্ছে একেভারে ভিন্ন চিত্র। ওই স্থানে গিয়ে দেখা গেছে, আগের মতো দুই-তিন কিলোমিটার যানজট নেই। অনেকটা সহনিয় পর্যায়ে নেমে এসেছে জনভোগান্তি।
মিরেরবাজার এলাকা ঘুরে দেখা গেছে মূলত সাতটি কারণে যানজটের সৃষ্টি হয় সেখানে।
মিরেরবাজারের চৌরাস্তাটি টঙ্গী-ঘোড়াশাল ও কাঞ্চন-ভোগরা মহাসড়কের মিলনস্থল। উত্তরবঙ্গ থেকে চট্রগ্রাম, কুমিল্লা, সিলেটসহ মালামাল পরিবহনে এক্সপোর্ট-ইমপোর্টের লরি-ট্রাক, কাভার্ড ভ্যান চলাচলে এ মিরেরবাজারের বিকল্প নেই। আর ওইসব সমস্যা সমাধান হলেই মিরেরবাজার চৌরাস্তা যানজটমুক্ত হবে বলে মনে করছেন এলাকাবাসী।
যানজটের সাত কারণ,
১। চৌরাস্তায় ফ্লাইওভার বা আন্ডারপাস না থাকা।.
২। মিরেবাজার চৌরাস্তার মোর ঘিরে রয়েছে বিভিন্ন পরিবহনের ১০-১৫টি অবৈধ স্ট্যান্ড যেখানে যাত্রী, মালামাল উঠানামাসহ পার্কিং করে রাখা হয় অটো, পিকাপ,মাইক্রো,নসিমন, করিমন, ফিটনেস বিহীন বিভিন্ন প্রকার যানবাহন।
৩। মিরের বাজার চৌরাস্তার এক দেড়শ’ গজ দুরত্বে তালটিয়ায় রয়েছে রেল গেইট। যেখানে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনে প্রতি দিন প্রায় ৪৫-৫০টি নিয়মিত ট্রেন চলাচলের জন্যে প্রায় সময়ই গেইট বন্ধ রাখতে হয়।
৪। গাউছিয়া-জয়দেবপুর হাইওয়ে এবং টংগী-ঘোড়াশাল হাইওয়ের ১০-১৫ কিলোমিটার দূরত্ববের ব্যবধানে রয়েছে সাতটি রেল গেইট যা কোন হাইওয়েতে থাকা বাঞ্ছনীয় নয়।
৫। জনাকীর্ণ মিরের বাজার চৌরাস্তার সড়কের দুই পাশেই গড়ে উঠেছে গার্মেন্টস, মিল-ফ্যাক্টরি , শপিংমল, ওয়ার্কসপসহ বিভিন্ন প্রকার দোকানপাট।
৬। মিরের বাজারের হাইওয়ের পাশেই পূবাইল থানা ও পল্লী বিদ্যুৎ অফিসে যেতে আসতে অনেকে প্রয়োজনীয় কাজে যানবাহন উল্টো পথে চালানোর ফলে অনেক সময় যানজট হয়।
৭। অদক্ষ চালকের কাগজপত্র ছাড়া ফিটনেসবিহীন ধীর গতির ব্যাটারি চালিত অটো, লক্কর-ঝক্কর প্রাইভেট, নসিমন, লেগুনা, সুজন, রিকশা, বটবটি সহ বিভিন্ন প্রকার যানবাহনের ছড়াছড়ির।
মিরেরবাজারে ট্রাফিকের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, আমাদের বিরুদ্ধে অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাছাড়া মাসিক টোকেনের বিষয়টি বিভিন্ন শ্রমিক সংগঠনের। আমার অফিসার সেগুলো জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।