শাহীন ক্যাডেট একাডেমীতে পরীক্ষা নেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকারী নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার অভিযোগে ‘শাহীন ক্যাডেট একাডেমী’ কোনাবাড়ীর জরুন শাখায় অভিযান পরিচালিত করে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানীক কর্মকার মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, সরকারী নির্দেশ অমান্য করে শাহীন ক্যাডেট একাডেমী কৃর্তপক্ষ কোনাবাড়ীর জরুন শাখায় স্কুলের বাইরে থেকে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিচ্ছিল। অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় শাহীন ক্যাডেট একাডেমী কর্তৃপক্ষ তাদের অপরাধ স্বীকার করে।
তিনি আরো বলেন, সরকারী নির্দেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে শাহীন ক্যাডেট একাডেমী কর্তৃপক্ষে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এ ধরনের অপরাধ না করেন সে বিষয়ে সর্তক করা হয়।