রাশিফল

আয় থেকে ব্যয় বাড়বে কর্কটের, স্বল্প ভ্রমণ শুভ ধনুর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : পিতার সড়বায়ু, হৃৎ ও বাত ব্যথা বাড়বে। অর্থনৈতিক কিছুটা সুবিধাজনক স্থানে আসবে।

বৃষ : স্ত্রীর আয় বাড়বে। কর্মস্থলে সম্মান বৃদ্ধি হবে। ব্যবসার গতি বাড়বে।

মিথুন : স্ত্রীর সড়বায়ু দুর্বলতা ও গায়ের ব্যথা বাড়বে। দূরদেশ ভ্রমণ শুভ। পিতার ঠা-াজনিত রোগ বাড়বে।

কর্কট : স্নায়ু রোগ ও গায়ের ব্যথা বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। আয় থেকে ব্যয় বাড়বে।

সিংহ : সন্তানের শিক্ষায় বাধা আসবে। সন্তানের অসুস্থতা বাড়বে। স্ত্রীর ঠান্ডা রোগ বাড়বে।

কন্যা : মায়ের সড়বায়ু ও হৃদরোগ বাড়বে। ঠান্ডায় রক্তচাপ কম-বেশি হবে। প্রকাশ্য শুত্রুরা কর্মফল ক্ষতিগ্রস্ত করবে।

তুলা : ছোট ভাইবোন অসুখে পড়তে পারে। সন্তানের বিদেশ যাত্রা যোগ আছে। বর্তমান বাসস্থানে আইনি ঝামেলা কমে যাবে।

বৃশ্চিক : আয় ও সম্মান বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। মায়ের ঠান্ডা-জ্বরের সম্ভাবনা আছে।

ধনু : স্নায়ু দুর্বলতা ও অলসতা দেখা দিতে পারে। স্বল্প ভ্রমণ শুভ। ছোট ভাইবোনের অসুখ হতে পারে।

মকর : আয় সামান্য বাড়বে। তবে রোগের জন্য ব্যয়ও বাড়বে। সংসারে ঝামেলা কমে যাবে।

কুম্ভ : বিদেশ যাত্রা যোগ আছে। ঠান্ডাজনিত রোগে কষ্ট দেবে। অর্থনৈতিক আশা আংশিক পূরণ হবে।

মীন : বিদেশ ভ্রমণের ওপর আইনগত বাধা কমবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button