গাজীপুর

সোহেল তাজ আসছে, আপনি রেডি তো? (ভিডিও)

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ যেকোনো সময় হাজির হতে পারেন আপনার বাড়িতে।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটা ভিডিওতে এমনটাই জানিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, টি-শার্টের ওপর কোর্ট পরে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হচ্ছেন সোহেল তাজ। তারপর প্রাইভেটকারে উঠে একটা বাড়ির সামনে এসে হাজির হলেন।

ফিল্মের হিরোর স্টাইলে গেট খুলে বাড়ির দরজায় হাত দিয়ে খট খট করে নক করতে লাগলেন।

সঙ্গে সঙ্গে লেখা উঠলো- ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়। আপনি রেডি তো?’

সোহেল তাজের ফেসবুকে আপ করা ১৮ সেকেন্ডের ভিডিওতে এচিত্র দেখা যায়।

উল্লেখ্য, ২০০১ ও ২০০৮ সালে নির্বাচনে কাপাসিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। এরপর তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। এর কিছুদিন পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। তারপর সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের পুত্র।

সোহেল তাজ এর ভিডিও

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button