যুক্তরাজ্যের বিলবোর্ডে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ফারজানা
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) এই মহামারীর মধ্যে সামনের সারিতে থেকে স্বাস্থ্য সেবা দিয়ে বিলবোর্ডে স্থান করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. ফারজানা হোসেইন। আরো ১২ চিকিৎসকের সঙ্গে এ সম্মান অর্জন করেছেন তিনি।
সম্প্রতি দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইস্টার্ন আই।
যুক্তরাজ্যের সাটারস্টক.কম প্রকাশিত একটি ছবিতে দেখা যায় দেশটির রাজধানী লন্ডনের বিখ্যাত পিকাডেলি সার্কাসের সামনে তাকে নিয়ে টানানো এক বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ডা. ফারজানা হোসেইন। তিনি ও তার দল নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) এই মহামারী যুক্তরাজ্যের রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে তিনি সে বছরের ‘জিপি (জেনারেল প্র্যাকটিশনার) অব দ্য ইয়ার’ হিসেবেও খেতাব পান তিনি।
১৮ বছর ধরে পূর্ব লন্ডনে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন ডা. ফারজানা হোসেইন। তার বাবা ১৯৭০ সালে বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) থেকে সেখানে পাড়ি জমান।
দুই কন্যা সন্তানের জননী ডা. ফারজানা যুক্তরাজ্যের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রাইমারি কেয়ারের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করাকেই নিজের জীবনের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।