রাশিফল

প্রেম দিবসে যা হতে পারে উপহার – ১৪/০২/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

এই রাশির মানুষরা খুব দ্রুত প্রেমে পড়েন। প্রেমে পড়ার আগে খুব বেশি ভাবনা চিন্তা করা এদের স্বভাবগ্রস্ত নয়। এরা সাধারণত অ্যাডভেঞ্চার প্রিয়। প্রেম দিবসে অ্যাডভেঞ্চার যুক্ত এমন বস্তু উপহার দিয়ে খুশি করতে পারেন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

এনারা সাধারনত খাদ্য রসিক। প্রেম নিবেদনের আগে এদের রেস্তোরাতে নিয়ে যেতে পারেন। আপনার পকেটের চাপ না বাড়িয়ে সাধারণ রেস্তোরাতে নিয়ে গেলেও এনারা খুশি হবেন। এটাই হতে পারে এবারের প্রেম দিবসের সেরা উপহার।

মিথুন: (২২মে – ২১ জুন)

এই রাশির মানুষদের শিল্পের প্রতি আগ্রহবোধ থাকে। প্রেম দিবসে প্রেম পেতে চাইলে দিতে পারেন শিল্পরসযুক্ত উপহার। এই ধরনের উপহারে মনের মানুষের মন পাওয়াটা আপনার জন্য কিছুটা সুবিধাজনক হবে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

এই রাশির জাতক-জাতিকার জন্য খুব দূরে কোথাও যাওয়ার দরকার নেই। বাসা বা বাসার আশপাশে কোনো স্থানে গিয়ে কিছুক্ষণ প্রেমগল্প করলেই এনাদের মনের হদিস পাওয়া যেতে পারে। তাই প্রেম দিবসে উপহার হিসেবে কিছুটা সুন্দর সময় ভাগ করে নিন মনের মানুষের সাথে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)

উপহার হিসেবে চামড়াসামগ্রী যেমন ব্যাগ, জ্যাকেট, জুতো ইত্যাদি শুভ। সঙ্গে চলতে পারে চকলেট, শুকনো ফল জাতীয় উপহার। তবে এই রাশির মানুষদের আবেগ অনুভূতি বেশি। কোনো ভাবেই যেনো আবেগে আঘাত না পরে সেদিকে আপনাকে খেয়াল রাখতেই হবে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

এনারা নাচ, গান, হই-হুল্লোড় করে সময় কাটাতে পছন্দ করেন। পরিচিতদের নিয়ে আপনার প্রেমিকাকে চমকে দিতে একটা পার্টির আয়োজন করতেই পারেন। এটাই হতে পারে কন্যা রাশির মানুষটির প্রিয় উপহার।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

মনের মানুষকে একটু একান্তে পেতে চায় এই রাশির জাতক জাতিকারা। মিষ্টি প্রেমকথা, মজার চুটকি আর সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে হয়ে উঠবে আদর্শ প্রেমদিবস।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

সিনেমা দেখা যেতে পারে এইদিনে। সময় কাটানোর জন্য সঠিক পদ্ধতি। এছাড়া ছোট ছোট উপহার এনাদের আনন্দ দেয়। সেই দিকেও নজর রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

ভ্রমণ এদের প্রিয় বিষয়। তাই প্রেম দিবসে একটা ভ্রমণের আয়োজন করে চমকে দিতেই পারেন আপনার মনের মানুষকে। একান্ত আলাপ এদের খুব পছন্দে বিষয়।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

নস্টালজিয়া এনাদের আকর্ষণ করে। আপনার ভালবাসার মানুষটির জন্য নিজ হাতে রান্না করতে পারেন। এমন কোনো খাবার যা হয়তো সে স্কুলে পড়ার সময় খুব পছন্দ করতেন। হোক না আপনার জীবনে প্রথম রান্না অথবা রান্নায় লবণ, মরিচ বেশী পড়লে তাতেও তাদের আপত্তি নেই।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

সঙ্গীকে নিয়ে যান এমন জায়গায় যান, যেখানে সে অনেক দিন ধরেই যাবে ভাবছে কিন্তু যেতে পারছে না। এটা হতে পারে তার প্রেম দিবসের সেরা উপহার।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

প্রেম দিবসের পরিকল্পনাটা বাসাতেও সেরে ফেলতে পারেন। হই-হুল্লোড়, সিনেমা আর সুস্বাদু খাবার তাতেই খুশি হবে আপনার মনের মানুষ। তবে উপহার এদের খুব পছন্দের। সেটা মূল্যবান হতে হবে এমন কোনো কথা নেই।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button