রেড জোন: কালীগঞ্জে কোভিড-১৯ শনাক্ত হয়ে ‘হোম আইসোলেশনে’ রোগীর মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ‘রেড জোন’ ঘোষিত কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডে কোভিড-১৯ শনাক্ত আরও এক ব্যক্তির (৫৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টার দিকে ‘হোম আইসোলেশনে’ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।
মৃত ব্যক্তি কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের বাসিন্দা। তিনি ইলেকট্রিক সরঞ্জাম মেরামত করতেন।
‘রেড জোন’ ঘোষিত অঞ্চলে এটি দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা। এর আগে ‘রেড জোন’ ঘোষিত পৌরসভার ৪ নং ওয়ার্ডের একই গ্রামের আরেক বাসিন্দা (৮০) কোভিড-১৯ শনাক্ত হয়ে গত ২৭ জুন কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ‘রেড জোন’ ঘোষিত কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের ওই বাসিন্দা হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেলা ১১ টার দিকে মারা গেছেন। এর আগে করোনা উপসর্গ থাকায় গত ২৩ জুন ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। নমুনা পরীক্ষায় পাওয়া রিপোর্ট অনুযায়ী ২৫ জুন জানা যায় তিনি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। রেড জোন ঘোষিত অঞ্চলে এটি দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা’।
উল্লেখ্য: কালীগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক গত ১২ জুন মধ্য রাত থেকে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা ‘রেড জোন’ হিসেবে (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
গত ২৭ জুন ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ‘রেড জোন’ ঘোষিত কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কোভিড-১৯ শনাক্ত এক ব্যক্তিকে (৮০) কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।
মৃত ওই ব্যক্তি কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের বাসিন্দা।
এর আগে ২০ জুন (শনিবার) দিবাগত রাতে কোভিড-১৯ শনাক্ত হয়ে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আমেনা আক্তার (৫০) নামে কালীগঞ্জের এক নারী নেত্রীর মৃত্যু হয়েছে।
এছাড়াও টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ শনাক্ত হয়ে পৌরসভার বাঘারপাড়া এলাকায় নিজ বাড়িতে এক ব্যবসায়ীর (৩৪) মৃত্যু হয়েছে।
অপরদিকে তুমুলিয়া গ্রামের এক বৃদ্ধ, দুর্বাটি গ্রামের একজন এবং ফুলদী গ্রামের ৩০ দিন বয়সী এক শিশু মূত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
আরো জানতে…….
কোভিড-১৯: নেগেটিভ থেকে পজেটিভ হয়ে অবসরপ্রাপ্ত এক কর্মরতার মৃত্যু, দাফন করেছে কোয়ান্টাম
কোভিড-১৯: গাজীপুরেও লাশ দাফনে এগিয়ে এসেছে কোয়ান্টাম ফাউন্ডেশন
কালীগঞ্জে ‘রেড জোন’ ঘোষিত অঞ্চলে কোভিড-১৯ শনাক্ত এক ব্যক্তির মৃত্যু
কোভিড-১৯ ‘পজেটিভ’ ছিলেন শিক্ষক, জানা গেল মৃত্যুর ২ সপ্তাহ পর, পিতাও মারা গেল আজ
কোভিড-১৯: আইসিইউতে চিকিৎসাধীন কালীগঞ্জের নারী নেত্রী আমেনা আক্তারের মৃত্যু
কালীগঞ্জে খ্রিস্টান বৃদ্ধের মৃত্যুর ৫ দিন পর জানা গেল কোভিড-১৯ পজেটিভ ছিলেন!
কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু