কোভিড-১৯: নেগেটিভ থেকে পজেটিভ হয়ে অবসরপ্রাপ্ত এক কর্মরতার মৃত্যু, দাফন করেছে কোয়ান্টাম
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত এক কর্মরত (৬৯) কোভিড-১৯ নেগেটিভ থেকে পজেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে মৃত ওই ব্যক্তির লাশ কালীগঞ্জের ফুলদী গ্রামে দাফন সম্পন্ন করেছেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা।
কোভিড-১৯ শনাক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মারা গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশন গাজীপুর শাখার অর্গানিয়ার আলীম-আল-রাজী।
মৃত ওই ব্যক্তি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান নিয়ন্ত্রক বিভাগের প্লান্ট অপারেটর হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০০৭ সালে অবসর নেন। তিনি কালীগঞ্জের ফুলদী গ্রামের বাসিন্দা।
মৃত ব্যক্তির ছেলে বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুন প্রথমে বাবাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের আইসোলেশনে ইউনিটে ভর্তি করা হয়। পরে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। এরপর ১৮ জুন কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেলে হাসপাতাল থেকে বসায় নিয়ে আসি। পরবর্তীতে পূণরায় অসুস্থতা অনুভব করলে ১৯ জুন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। তখন কোভিড-১৯ পরীক্ষার জন্য দ্বিতীয়বার নমুনা দেওয়া হয়। ২৩ তারিখে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পেলে বাবাকে কোভিড ইউনিটে স্থানান্তর করা হয়। এরপর ২৬ জুন শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়’।
তিনি আরো বলেন, বাবার লাশ দাফনের জন্য সেবামূলক প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনে যোগাযোগ করলে দ্রুততম সময়ে কোয়ান্টামের প্রশিক্ষিত দাফন টিম লাশ নিয়ে কালীগঞ্জের ফুলদী গ্রামে আমাদের বাড়িতে পৌঁছায় শুক্রবার বিকেলে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করে গোসল, জানাজা শেষে দাফন সম্পন্ন করেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা।
কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুক বলেন, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত ওই কর্মরতার লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী শুক্রবার বিকেলে কালীগঞ্জের ফুলদী গ্রামে দাফন সম্পন্ন করেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা’।
কোয়ান্টাম ফাউন্ডেশন গাজীপুর শাখার অর্গানিয়ার আলীম-আল-রাজী বলেন, ধর্মীয় বিধান মেনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ অনুযায়ী কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা দাফন সম্পন্ন করে থাকেন। অবসরপ্রাপ্ত ওই কর্মরতার পরিবারের সদস্যদের আহ্বানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল থেকে মৃত ব্যক্তির লাশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। পরে শুক্রবার (২৬ জুন) বিকেলে গোসল, জানাজা শেষে কালীগঞ্জের ফুলদী গ্রামে দাফন সম্পন্ন করেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা।
আলীম-আল-রাজী আরো বলেন, একটি দাফন প্রক্রিয়ায় প্রায় ৩০ রকমের উপকরণ ব্যবহার করে কোয়ান্টাম। দাফনকাজে সুরক্ষার জন্য ব্যবহার করা হয় অ্যালকোহলসহ কয়েক ধরনের জীবাণুনাশক। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এ দাফন কার্যক্রম চলছে। কার্যক্রমের পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত পিপিই, মাস্ক, ফেসশিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, নেককভার, মরদেহের কাফনের কাপড়, মরদেহ বহনের জন্য বিশেষ বডিব্যাগসহ সুরক্ষার জন্যে কয়েক ধরনের জীবাণুনাশক- পুরোটাই কোয়ান্টামের স্ব-অর্থায়নে স্বেচ্ছাসেবায় পরিচালিত হচ্ছে।
গাজীপুর জেলায় দাফন সংশ্লিষ্ট যে কোন ধরনের সহযোগিতার জন্য যোগাযযোগ করা যাবে- কোয়ান্টাম ফাউন্ডেশন করোনা দাফন হটলাইন ০১৩০৬৪১৩১৬৩, ০১৭২৯২০২০২৫, ০১৭৯৯৩৫৫৬৫৫ এই নম্বরে।
এ ছাড়া কোয়ান্টামের ওয়েবসাইটেও এ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে-http://www.quantummethod.org.bd/
আরো জানতে………
কোভিড-১৯: গাজীপুরেও লাশ দাফনে এগিয়ে এসেছে কোয়ান্টাম ফাউন্ডেশন
কালীগঞ্জে ‘রেড জোন’ ঘোষিত অঞ্চলে কোভিড-১৯ শনাক্ত এক ব্যক্তির মৃত্যু
কোভিড-১৯ ‘পজেটিভ’ ছিলেন শিক্ষক, জানা গেল মৃত্যুর ২ সপ্তাহ পর, পিতাও মারা গেল আজ
কোভিড-১৯: আইসিইউতে চিকিৎসাধীন কালীগঞ্জের নারী নেত্রী আমেনা আক্তারের মৃত্যু
কালীগঞ্জে খ্রিস্টান বৃদ্ধের মৃত্যুর ৫ দিন পর জানা গেল কোভিড-১৯ পজেটিভ ছিলেন!
কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু