আলোচিতরাজনীতি

এবার এলো ‘ফোর-জি লীগ’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজশাহীর চারঘাটে নতুন একটি সংগঠন গড়ে তুলেছে স্থানীয় যুবকরা। যার নাম দেয়া হয়েছে ‘ফোর-জি লীগ’। সোমবার উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এমনই ‘ফোর-জি লীগ’ লেখা অটো ও মোটরসাইকেল নিয়ে আসেন প্রার্থীর কর্মীরা।

নতুন গড়ে উঠা এই সংগঠনের ব্যপারে সরাসরি কেউ কথা বলতে রাজি না হলেও স্থানীয়রা জানান, এতে সায় আছে স্থানীয় নেতাদের।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, এমন গজিয়ে ওঠা সংগঠনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলকে বিব্রত করার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সোমবার প্রথম ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দিতে এসেছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফকরুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা। এ সময় প্রার্থীর নেতাকর্মীরা অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে তাদের নেতার সঙ্গে মিছিল করতে করতে সেখানে আসেন। সেখানে অটোরিকশা ও মোটরসাইকেলে ‘ফোর-জি লীগ’ লেখা দেখতে পাওয়া যায়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button