গাজীপুর
মুসুল্লিদের সুবিধার্থে তুরাগ নদে সেনাবাহিনীর ৭টি ভাসমান ব্রিজ
গাজীপুর কণ্ঠ : বিশ্ব ইজতেমায় আসা মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী টঙ্গীর তুরাগ নদের উপর ৭টি ভাসমান ব্রিজ (সেতু) স্থাপন করেছে।
মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী এ তথ্য জানান।
সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ব্রিগেডের তত্ত্বাবধানে গত ৪ ফেব্রুয়ারি থেকে ইজতেমা এলাকায় ক্যাম্প করে জনকল্যাণে এই ভাসমান সেতুগুলো স্থাপন করেছে।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারো সেনাবাহিনীর পক্ষ থেকে বিশ্ব ইজতেমা এলাকায় এসব ভাসমান সেতু স্থাপন করা হয়েছে।