গাজীপুর

ছাত্রীদের উত্ত্যক্তের দায়ে এক যুবকের তিন মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ : গাজীপুরে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগরের পূর্ব ধীরাশ্রম এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. শরীফকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম সাজ্জাদুল হাসান এ দণ্ডাদেশ দেন।

গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, শরীফ তার এলাকার জি কে উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে বলে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানায় এলাকাবাসী।

আজও শরীফ স্কুলের পাশে দাঁড়িয়ে ছাত্রীদের উত্যক্ত করছিল। এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশ ও জেলা প্রশাসনকে খবর দেয়।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে শরীফের অবিভাবকের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলে পুলিশের সহায়তায় তাকে কারাগারে পাঠানো হয়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button