‘ফাস্টেট চার্জিং’ স্মার্টফোন আনছে অপো
গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সেলফি এক্সপার্ট ফোন সিরিজের সর্বশেষ সংস্করণ আর১৭ প্রো বাজারে নিয়ে আসতে যাচ্ছে অপো। দ্রুততম চার্জিং, ফাস্ট লেন-এর সঙ্গে লাইটিং ফাস্ট পারফরমেন্স এক্সপেরিয়েন্স এবং একটি হিডেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে এবার হাজির হচ্ছে অপো।
এতে রয়েছে ওয়াটার ড্রপ নচ সম্পন্ন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি রম, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর ইত্যাদি। আরও আছে অপো আর১৭ প্রো-এর মাধ্যমে গ্রাহকেরা স্মার্ট ক্যামেরার সব ধরনের ফিচার উপভোগ করতে পারবেন। পেছনে থাকছে ১২+২০ মেগাপিক্সেল সেন্সর যা ওআইএস এবং ওআইএস অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনে সক্ষম। অপোর এই সেটে রয়েছে ২৫ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, এই ফোনটিকে মোবাইল ফটোগ্রাফি প্রেমী ও তরুণ প্রজন্মের জন্য উৎসর্গ করা হলো। বাংলাদেশি ব্যবহারকারীরা ফোনটিকে পছন্দ করবেন বলে আমি মনে করি।