সারাদেশ
খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
গাজীপুর কণ্ঠ ডেস্ক : খুলনার রূপসা সেতু বাইপাস সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন প্রাইভেটকারের যাত্রী।
রোববার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সড়কের হরিণটানা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি প্রাইভেটকার রূপসা সেতু এলাকা থেকে আসছিল, মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল একটি ট্রাক। দু’টি গাড়ি যখন হরিণটানা থানা অতিক্রম করছিল, তখন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সেটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এতে প্রাইভেটকারে থাকা তিনজন, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি এবং আরও একজন প্রাণ হারিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ।