কোভিড-১৯: কালীগঞ্জ পৌরসভার তিন ওয়ার্ডকে ’রেড জোন’ হিসেবে লকডাউন ঘোষণা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ পৌরসভার ৪, ৫, ৬ নং ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা ‘রেড জোন’ হিসেবে (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
শুক্রবার রাত ১২টা হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘোষণার আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ জেলা স্বাস্থ্যবিভাগ, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।লকডাউন চলাকালে কালীগঞ্জ পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড এলাকার সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান (ওষুধের দোকান ব্যতিত) এবং সকল প্রকার দোকান-পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। অন্য এলাকার কোন লোক এই রেড জোনে প্রবেশ এবং রেড জোনে থাকা কেউ বের হতে পারবে না। এই নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে’।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য সেবা এবং জরুরী ঔষধ প্রাপ্তির জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে (মোবাইল নং- ০১৭১১৯৬২৩১২), নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও যে কোন সমস্যার জন্য কালীগঞ্জ পৌরসভার মেয়র (মোবা: ০১৭১৩০৩৪৩১১), ওয়ার্ড কাউন্সিলর (৪নং ওযার্ড- ০১৭৫৪১১৩৭৯৯), (৫নং ওয়ার্ড-০১৭১১২৬১৭১৬) ও (৬নং ওয়ার্ড-০১৭১১১৫০৯৫৫)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ওয়ার্ড ভিত্তিক রেড জোন এলাকা- ৪নং ওযার্ড মুনশুরপুর ও দড়িসোম (পৌরসভা কার্যালয় ও কালীগঞ্জ বাজার), ৫নং ওয়ার্ড বালীগাঁও (উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালীগঞ্জ বাজারের আংশিক) এবং ৬নং ওয়ার্ড- খঞ্জনা, ভাদগাতি, বড়নগর, চৌড়া নয়াবাড়ি ও চান্দাইয়া।
দরিদ্র ও অসহায় মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির (সরকারিভাবে সরবরাহ করা হবে) জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবাইল নম্বর- ০১৭৮৩৮৬৯০৩০, অথবা মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি/ ঔষধপত্র ভ্রাম্যমান বাজার কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে (মোবাইল নম্বর ০১৭৫৪১১৩৭৯৯, ০১৮৩৬৪৯০৭৮০, ০১৭১৬৫১১৮৮৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়াও জরুরী প্রয়োজনে উপজেলা কন্ট্রোলরুমে (মোবাইল নং- ০১৯৮৭০২১০৩১, ০১৯২১৬৫৯১৮৭, ০১৯৩৯৮৬৯৫১৯) যোগাযোগ করতে বলা হয়েছে।
আরো জানতে……..
কালীগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তা ও নাভানা’র ৪ জনসহ আরও ১০ জন কোভিড-১৯ শনাক্ত