গাজীপুর

কালীগঞ্জে খ্রিস্টান বৃদ্ধের মৃত্যুর ৫ দিন পর জানা গেল কোভিড-১৯ পজেটিভ ছিলেন!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে খ্রিস্টান এক বৃদ্ধের মৃত্যুর ৫ দিন পর জানা গেল তিনি কোভিড-১৯ পজেটিভ ছিলেন। গত ৩ জুন তিনি নিজ বাসায় জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান। ওই দিন রাতেই তাঁর লাশ স্বাভাবিক নিয়মে তুমুলিয়া (মিশন) গির্জার কবরস্থানের সমাধিস্থ করা হয়।

অপরদিকে ৫ দিন পর মঙ্গলবার (৯ জুন) জানা যায় তিনি কোভিড-১৯ পজেটিভ ছিলেন। আর এর ফলে তাঁর সংস্পর্শে ও দাফনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

মৃত ব্যক্তি কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া গ্রামের বাসিন্দা রোবেন পালমা (৭৯)। তিনি মৃত নরেশ পালমার ছেলে।

কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।

মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা বলেন, ‘রোবেন পালমা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও করোনা উপসর্গসহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। গত ৩ জুন বুধবার সকালে তিনি অসুস্থতা অনুভব করলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। পরবর্তীতে ওইদিন দুুপুর ১২ টার দিকে তিনি পূণরায় অসুস্থতা অনুভব করলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তিনি করোনায় আক্রান্ত কিনা জানার জন্য নমুনা সংগ্রহ দেওয়া হয়েছিল। ওই দিন রাতেই তাঁর লাশ তুমুলিয়া (মিশন) গির্জার কবরস্থানের স্বাভাবিক মৃত্যুর ন্যায় সমাধিস্থ করা হয়। ৫ দিন পর মঙ্গলবার (৯ জুন) তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে’।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন,’ মারা যাওয়ার আগে রোবেন পালমা পরিবারের সদস্যদের সংস্পর্শে ছিলেন। তিনি মারা যাওয়ার আগে ও পরে তাঁর পরিবারের সদস্যরা এলাকার অনেকের সংস্পর্শে আসেন। ওই বৃদ্ধকে তুমুলিয়া (মিশন) গির্জার কবরস্থানে স্বাভাবিক মৃত্যুর ন্যায় সমাধিস্থ করা হয়েছে। আর এর ফলে সংস্পর্শে ও সমাধিস্থ করার সময় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কোভিড-১৯- এর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে’।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, ‘ওই ব্যক্তিকে মৃত অবস্থায় গত ৩ জুন হাসপাতালে আনা হয়েছিল। পরে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রিপোর্ট আসলে জানা যায় তিনি কোভিড-১৯ পজেটিভ ছিলেন। তাঁর পরিবারের সদস্যেদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে’।

 

আরো জানতে…

কালীগঞ্জে করোনা ‘উপসর্গ নিয়ে’ স্বর্ণ কারিগরের মৃত্যু

কালীগঞ্জে দুই ইউপি সদস্যসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে প্রাণ আরএফএল গ্রুপের এক কর্মকর্তাসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে ‘সোনালী ব্যাংক’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের

কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন

কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button