কালিয়াকৈরের নতুন ইউএনও কাজী হাফিজুল আমিন
গাজীপুর কণ্ঠ : কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন কাজী হাফিজুল আমিন।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে রোববার (১০ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মো. হারুন অর রশিদ (সহকারী কমিশনার) এ তথ্য নিশ্চিত করেন।
(বিসিএস) ৩০ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে সর্বশেষ একই কার্যালয়ের নেজারত শাখা ও প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়।
কাজী হাফিজুল আমিন(১৬৯৯৯) নিজেই এ তথ্য জানান।
উল্লেখ্য: এর আগে কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে(১৬১২২) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মুন্সিগঞ্জে বদলির করা হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে….
কালীগঞ্জের নতুন ইউএনও শিবলী সাদিক
কালিয়াকৈরের ইউএনও সাইফুল ইসলামকে মুন্সিগঞ্জে বদলি