গাজীপুর

বাস-মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষ: নিহত তিন মোটরসাইকেল আরোহী

গাজীপুর কণ্ঠ : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পলাশ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সকাল সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে করে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলো ওই তিনজন। পথে ইটহাটা এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।। এতে ঘটনাস্থলে দু’জন এবং স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, নিহত তিনজনই শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের সঙ্গে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ‘অধ্যাপক শাহজাহান আলী কলেজের’ পরিচয়পত্র পাওয়া গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button