করোনার বিভীষিকা, মঞ্জুয়ারা মনি

করোনার বিভীষিকা
ওহে করোনা,
হঠাৎ করে পৃথিবী জুড়ে এলে তুমি তোলপাড় করে।
মৃত্যুর বিভীষিকা হয়ে এলে পৃথিবীতে, মানুষের মনে মৃত্যুর ক্ষয় তুমি দিলে শেষে।
ওহে করোনা,
পৃথিবীজুড়ে তোমায় নিয়ে কারোর নাইকো কোন ধারণা
তুমি মানবের, বিজ্ঞানের, জগৎ সংসারের ভয়,,,
তুমি কেমন করোনা?
ওহে করোনা,
তুমি কি চাও?
মানুষ সব বন্দি থাকুক কারাগারে?
আর পশুপাখি, জন্তু জানোয়ার রবে মুক্ত এই জগৎ সংসারে।
ওহে করোনা,
বলতে কি পারো কেমনে চলবে এই জগৎ সংসারটা?
তোমার অদৃশ্য হিংস্র থাবায় মেতেছ খেলায়, এই ধংসলীলায় করেছ মানব সংসারটা।
ওহে করোনা,
লক্ষ লক্ষ মানুষের প্রান কেড়ে নিয়ে, তুমি কি খুব আছো এই আনন্দে?
পৃথিবীর গ্রহে মানুষের বসবাস তারা যে আছে নিরানন্দে।
ওহে করোনা,
পৃথিবীর মানুষ চলে যদি যায়, মনে তুমি কি পাবে শান্তি?
দুঃখ জ্বালা বয়ে বেড়াবে, পাবে যে তুমি অশান্তি।
ওহে করোনা,
ভয় পেয়ো না তোমার দোষে বিপন্ন আজ সারাবিশ্ববাসী,
তুমি মেতেছ খেলায় মৃত্যুর ধংসলীলায় দেখবে একদিন,,, এই মানব জগৎবাসী।
ওহে করোনা,
করজোড়ে মিনতি জানাই কবে যাবে বিশ্ব থেকে?
আসবে ভ্যাকসিন, আসবে টিকা মনে রেখো আমার কথাটা,,,,।
ওহে করোনা,
তোমাকে আর ভয় করিনা,
একদিন তোমার এই আতঙ্ক থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
ওহে করোনা,
তোমার ভয়ে দূরত্ব, গৃহবন্দি সবাই,,,,
এটাই তুমি বুঝিয়ে দিলে, তোমার বিভীষিকাময়, হিংসাত্মক আর অহংকারের জয়।
একদিন,,,,তুমি পালাবার পথ পাবেনা, তখন আমরাই দেখবো তোমার পরাজয়।
লেখক: লন্ডন প্রবাসী মঞ্জুয়ারা মনি।