তুলার প্রেমে সুসংবাদ, মীনের বিবাদ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : আজ ১০ ফেব্রুয়ারি রোববার দিনটি তুলা রাশির জাতকদের জন্য প্রেমে সুসংবাদ ও মীন রাশির জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে বিবাদ ঘটাতে পারে বলে জানিয়েছেন জ্যোতিষী রুবাই।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মে সাফল্য। ধনসম্পত্তি প্রত্যাশা। ব্যবসায়ে সর্বাধিক উজ্জ্বল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আজ নিতে পারেন। প্রেম শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সহকর্মীদের সাথে আর্থিক বিষয়ে আলাপচারিতা। জাতিকারা বিলাসবহুল পণ্যের দিকে ঝুঁকতে পারেন। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা।
মিথুন: (২২মে – ২১ জুন)
দৈনন্দিন কাজগুলোর প্রতি অনীহা দেখা দিতে পারে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তা। মুরুব্বির ব্যবহারে হতাশাগ্রস্ত। গুরুজনের স্বাস্থ্যহানি।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আনন্দমুখর পরিবেশ। শান্তি ও সন্তুষ্টবোধ। চাকরিজীবীর বেতনবৃদ্ধি বা প্রশংসাপ্রাপ্তির সম্ভাবনা। প্রেম শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
বন্ধু সঙ্গ উপভোগ্য। ভ্রমণের পরিকল্পনা। কর্মের কারণে বিদেশ যাত্রা। প্রেমে উষ্ণতা। যাত্রাযোগ শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মে বিরক্তি সৃষ্টি হতে পারে। শত্রুরা নজরহীন হয়ে পড়ছে। স্বাস্থ্যে অবহেলা। প্রেমে বিবাদ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আত্মীয়দের সঙ্গে বাকবিতণ্ডা। প্রেমে আসা কোনো সুসংবাদ। বাড়তি চমক থাকতেও পারে। আর্থিক লাভের সম্ভবনা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সামাজিক অবস্থানের উন্নতি। বাবার থেকে সম্পত্তি লাভ হতে পারে। অতিরিক্ত আশায় মানসিক অশান্তি। প্রেমযোগ শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আয় বৃদ্ধির সম্ভাবনা। ভিন্ন উৎস থেকেও লাভের প্রত্যাশা। দাম্পত্যে শুভ। চমকপ্রদ উপহার প্রাপ্তি।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সহকারীর সাথে ভুল বোঝাবুঝি। অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন। আয়-ব্যয় সমান সমান। প্রেম নিয়ে চিন্তা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শক্তির বিকাশ। মানসিক স্বচ্ছতা। কর্মে উৎসাহ। আর্থিক বাধাগুলো দূর হতে পারে। তবুও আত্মবিশ্বাসে অভাব থাকবে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যয়বহুল সময়। আর্থিক বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন প্রয়োজন। প্রেমে বিবাদ। সম্ভাবনা আছে। শারীরিক সমস্যা।