বিনোদন

অভিনেত্রী থেকে নেত্রী হওয়ায় পরিবর্তন কতটা

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : প্রথমে অভিনেত্রী, তার পর নেত্রী। অনেক বদলেছেন লকেট চট্টোপাধ্যায়। দেখে নেওয়া যাক কেমন সেই বদল?

এবেলা পত্রিকার খবরে বলা হয়, লকেট চট্টোপাধ্যায়ের জন্ম সত্তরের দশকের শুরুর দিকে।

কম বয়স থেকেই তিনি ধ্রুপদি নৃত্যে পারদর্শী।

ভারতনাট্যম, কথাকলি, মণিপুরী— প্রভৃতি নৃত্যে তিনি দক্ষ।

লকেট চট্টোপাধ্যায়ের পড়াশোনা যোগমায়া দেবী কলেজে।

২০০২ / ০৩ সাল নাগাদ সিনেমায় অভিনয় শুরু করেন তিনি।

‘গুরু’ (২০০৩), ‘এমএলএ ফাটাকেষ্ট’ (২০০৬) তার প্রথম দিকের উল্লেখযোগ্য ছবি।

গত বছর  ‘কিরীটি রায়’ (২০১৬), ‘ব্যোমকেশ ফিরে এল’ (২০১৪) ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।

টেলিভিশনেও কাজ করেছেন লকেট চট্টোপাধ্যায়।

তবে, ক্রমশ অভিনয় থেকে সরে তিনি রাজনীতিতে বেশি সক্রিয় হয়ে উঠেছেন।

বর্তমানে তিনি ভারতের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ।

বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি লকেট মুখোপাধ্যায়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button