গাজীপুর
কোনাবাড়ীতে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত
গাজীপুর কণ্ঠ : মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী-সাকাশ্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোসা. জেলমাতুন (৩৫)। কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চরগৌরব মণ্ডল এলাকার মৃত ওসমান আলীর মেয়ে। তিনি গাজীপুরে বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, কোনাবাড়ী-সাকাশ্বর সড়কে রাস্তা পার হচ্ছিলেন জেলমাতুন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।