গাজীপুরজেলা প্রশাসন
কালিয়াকৈরের ইউএনও সাইফুল ইসলামকে মুন্সিগঞ্জে বদলি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামকে মুন্সিগঞ্জে বদলির করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়েছে।
০৪ ফেব্রুয়ারি উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ সাইফুল ইসলামকে(১৬১২২) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মুন্সিগঞ্জে বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।
প্রজ্ঞাপনে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে পদায়িত স্থানে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
(বিসিএস) ২৭তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সালের ২৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কালিয়াকৈরে যোগদান করেছিল।
বদলি সংক্রান্ত আরো জানতে…
একযোগে কালীগঞ্জের ইউএনও এবং এসি-ল্যান্ডের বদলি!