গাজীপুর
শ্রীপুরে অজ্ঞাত গাড়ি চাপায় নিহত দুই
গাজীপুর কণ্ঠ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসিবাজার এলাকায় গাড়ি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
সোমবার রাত পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার সালদিঘা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৫) এবং কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মরমেশ আলীর মেয়ে শরিফা আক্তার(২২)।
নিহত সুমন পরিবারসহ স্থানীয় ফরিদপুর গ্রামের আফাজ উদ্দিন মুন্সির বাড়িতে ভাড়া থেকে জৈনা বাজারে মাংসের ব্যবসা করতেন। শরিফা নয়নপুরের ডেকু নামের এক গার্মেন্টস কারখানার শ্রমিক।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসাইন জানান, রাত পৌনে ৭টার দিকে ঢাকাগামী মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সুমন ও শরিফা আক্তারের মৃত্যু হয়।