গাজীপুরের সিভিল সার্জনসহ কার্যালয়ের ১৩ জন হোম কোয়ারাইন্টেনে: নমুনা সংগ্রহ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিভিল সার্জন অফিসের (অফিস সহায়ক) এক কর্মীর শরীরে (কোভিড-১৯) করোনা পজেটিভ হওয়ায় সিভিল সার্জনসহ কার্যালয়ের ১৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
আক্রান্ত কর্মীকে শনিবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো.শাহীন বলেন, গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের একজন অফিস সহায়ক গত শুক্রবার ঠান্ডা, জ্বর ও গলা ব্যাথা অনুভূত হওয়ায় তাকে হোম কোয়ারেন্টানে থাকতে নির্দেশনা দেয়া হয়েছিল। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার তার নমুনার পরীক্ষায় করোনা পজেটিভ আসে। পরে তাৎক্ষণিক ভাবে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি আইসোলেশনে রয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, ওই কর্মচারীর করোনা লক্ষণ পজেটিভ হওয়ার পর শনিবার সিভিল সার্জন কার্যালয়ের ১৩ স্টাফেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে আমিসহ অফিসের ১৩জন হোম কোয়ারেন্টিনে আছি।
করোনা লক্ষণ প্রকাশের সময় ওই কর্মচারী তার গ্রামের বাড়ীতে অবস্থান করায় তার বাড়ীর লোকজনেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে এবং তার পরিবারের লোকজনদেরও হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।