কালিয়াকৈরে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুর কণ্ঠ : কালিয়াকৈর উপজেলায় ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্র মিরাজের। নিহত মিরাজ কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার জিতু খাঁর ছেলে।
রোববার সকালে উপজেলায় বড়ইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো রোববার সকালে মায়ের সাথে দুই ভাই প্রফেসর এমইএইচ আরিফ সেকেন্ডারি স্কুলে যায়। ফাদি ও মিরাজ স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে মায়ের সাথে দাঁড়িয়ে ছিল। এসময় কালিয়াকৈর থেকে আসা ইটের খোয়া ভর্তি ট্রাকটি মিরাজকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এলাকাবাসী ট্রাকটি আটক করে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে চালক ও ঘাতক ট্রাকটি জব্দ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। খবর পেয়ে চালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহটি স্বজনদের কাছে হন্তাস্তর করা হয়েছে বলে জানান ওসি।