গাজীপুরে ওষুধের দোকান ব্যতীত বেলা ১২টার মধ্যে সব বন্ধের নির্দেশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কারোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গাজীপুর জেলা ও মহানগর এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত সব দোকানপাট বেলা ১২টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান গুলো ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চালু রাখা যাবে।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলে সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়েছে। বিনা প্রয়োজনে কাউকে বাসা থেকে বের না হওয়ারও অনুরোধ করা হয়েছে। গাজীপুর জেলা ও মহানগর এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান গুলো ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চালু রাখা যাবে। বেলা ১২টার পর ওষুধের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে……
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত যা বন্ধ থাকছে গাজীপুরে
কারোনা ভাইরাসের প্রতিরোধের ‘এগারো ধরণের কার্যক্রম’ বন্ধের নির্দেশ গাজীপুরে