আজকের রাশিফল, তারিখ- ০৩/০২/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
সঞ্চয় হীন। মেজাজ ও কথা নিয়ন্ত্রণহীন। মধ্যাহ্নের পর ইতিবাচক চিন্তাভাবনা। কর্মে পরিবর্তন। প্রেমযোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নেতিবাচক চিন্তা। সিদ্ধান্ত হীনতা। ক্ষমতার প্রভাব। ব্যয় বৃদ্ধি। অর্থসঙ্কট। প্রেম নিয়ে প্রতিকূলতার সম্মুখীন।
মিথুন: (২২মে – ২১ জুন)
কম কথা বলাই ভালো। অবস্থার উন্নতি। নানাবিধ প্রতিবন্ধকতা। দুশ্চিন্তা থেকে মুক্ত। প্রেম সম্পর্ক উন্নত।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পরিবারে অশান্তি মিতে যেতে পারে। বন্ধু সম্পর্কে উন্নতি। অনুভূতিগুলির বহিঃপ্রকাশ পাবে। প্রেমের জন্য দিনটি শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
নিয়ন্ত্রণহীন সংবেদনশীলতা। নতুন প্রকল্পে হাত না দেওয়াই ভালো। মানসিক অশান্তি। কেনাকাটায় ব্যয়বৃদ্ধি। হজমের সমস্যা।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
জীবিকা ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ। কর্মক্ষমতা বাড়াতে পারে। প্রেম নিয়ে অনুভূতি। ব্যবসায়ে অতিরিক্ত বিষয়গুলিকে ছেঁটে ফেলেই শ্রেয়।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসায় অংশীদার থেকে উপকৃত। কাজগুলি সফল ভাবে সম্পন্ন হতে পারে। আনন্দিত বোধ। প্রেম নিয়ে আবেগ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নিরন্তর চিন্তাভাবনা। বিরক্তি ভাব। ক্লান্তবোধ। কথা নিয়ন্ত্রণহীন। নজরহীন ব্যয়। প্রেমে অর্থসঙ্কট।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেম নিয়ে দোদুল্যমান মানসিকতা। অনৈতিক ক্রিয়াকলাপ। ব্যয় বাড়তে পারে। অবস্থার উন্নতি। বিদেশ থেকে সুখবর।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মক্ষেত্রে অসন্তুষ্ট। সন্তানের কারনে দুশ্চিন্তা। স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। ব্যবসায় শুভ সময় আসতে চলেছে। প্রেমে উন্নতি।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সঠিক পথেই চালিত হবেন। দুশ্চিন্তাকে দূরে সরিয়ে রাখতে পারেন। কর্মে সন্তুষ্টবোধ। প্রেমে সাফল্য।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
স্বীকৃতি লাভ। বিয়ের প্রস্তাব। জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। চিকিৎসায় বাড়তি ব্যয়। ব্যবসা মোটের উপর শুভ।