কালীগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ: নিহত দুই
গাজীপুর কণ্ঠ : ঢাকা-বাইপাস সড়কে কালীগঞ্জের উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালক জুয়েল (৩৫) ও তার সহকারী রাসেল (৩২)। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার সদরের বাবুখালী এলাকায়। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, নাওটানা এলাকায় মিরের বাজার-কাঞ্চন সড়কে গাজীপুরগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। আর ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ওই কাভার্ডভ্যানটি রেখে চালক পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।