গাজীপুর

কাশিমপুরে একজন ঝুলন্ত অবস্থায়সহ ঘরের মধ্যে তিনজনের লাশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুরের পানিশাইল এলাকায় এক যুবকের ঝুলন্ত অবস্থায়সহ ঘরে তিনজনের লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছে কাশিমপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা।

নিহতরা হলেন- মোশারফ হোসেন (৩০), তার স্ত্রী হোসনে আরা (২২) ও মেয়ে মোহিনী (তিন মাস)। তাদের বাড়ি পানিশাইল এলাকায়। 

উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ রয়েছে এবং তার স্ত্রী ও সন্তানের মরদেহ মশারির ভেতরে বিছানায় পরে আছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে। ডাক্তার খবর দেওয়া হয়েছে। ডাক্তার পৌঁছালে মরদেহ উদ্ধার করা হবে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ধারণা করা হচ্ছে মোশারফ তার স্ত্রী ও মেয়ে সন্তানকে বিষ প্রান করিয়ে হত্যার পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button