গাজীপুর

মেঘডুবির কোয়ারেন্টাইন থেকে ৩৬ প্রবাসীকে বাড়ি পাঠানো হয়েছে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের ‘মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টিন ক্যাম্পে থাকা ইতালি ফেরত ৩৬ প্রবাসীর কোয়ারেন্টাইনে ১৪ দিন পূর্ণ হওয়ায় তাঁদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে এক এক করে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় সোমবার সকালে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। এরপর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তাঁদের বিভিন্ন জেলায় নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়।

তিনি আরো বলেন, ১৪ মার্চ একই ফ্লাইটে ইতালিপ্রবাসী মোট ৪৪ জন বাংলাদেশি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পর্যবেক্ষণের জন্য বিমানবন্দর থেকে সরাসরি মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

জ্বর থাকায় ১৪ ও ১৫ মার্চ দুই দফায় আটজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য উত্তরার বাংলাদেশ–কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় তাঁদের মধ্যে একজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে। ওই ব্যক্তিকে সেখানে আইসোলেশনে রেখে বাকি সাতজনকে ১৮ মার্চ কাপাসিয়ার পাবুর মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। ৪৪ জনের মধ্যে বাকি ৩৬ জন মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রেই ছিলেন। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে তাঁদের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়।

 

এ সংক্রান্ত আরো জানতে….

গাজীপুরে করোনা ‘সন্দেহে’ এক যুবক আইসোলেশনে: হোম কোয়ারেন্টাইনে ৯২৪ জন

গাজীপুরে ‘হোম কোয়ারেন্টাইন’ শেষে ছাড়পত্র পেলেন ১৩২ জন

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে ৩৩২ জন: ছাড়পত্র পেয়েছেন ১৪ জন

কাপাসিয়ায় ‘কোয়ারেন্টিইনে’ চ্যানেল আই’র ফটো সাংবাদিক!

পর্যবেক্ষনের জন্য কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ ৭ জন

মেঘডুবি থেকে উত্তরা পাঠানো এক ব্যক্তির দেহে ‘করোনা শনাক্ত’

মেঘডুবিতে থাকা ৪৪ জনই শঙ্কা মুক্ত: কোয়ারেন্টিনে রাখায় হাসপাতালের তালা ভেঙে বিক্ষোভ

করোনাভাইরাস: ইটালি ফেরত ৪৪ জন প্রবাসী কোয়ারান্টিনের জন্য মেঘডুবিতে

কাপাসিয়ায় ‘হোম কোয়ারেন্টাইনে’ না থাকায় ৩ প্রবাসীকে জরিমানা

গাজীপুরে মেডিক‌্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button