স্টেশনে আসার সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুর কণ্ঠ : রেললাইন দিয়ে হেঁটে স্টেশনে আসার সময় ট্রেনে কাটা পড়ে সফিউল্লাহ (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটের পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামের মাওলানা আব্দুস সামাদের ছেলে।
নিহত সফিউল্লাহ ঢাকার মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে জয়দেবপুর স্টেশন অতিক্রম করার সময় পূর্ব চান্দনা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে সফিউল্লাহ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, সফিউল্লাহ পড়ালেখার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শনিবার সকালে তিনি ঢাকায় যাওয়ার জন্য রেললাইন দিয়ে হেঁটে স্টেশনে আসছিলেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আবেদনে প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।