মকর ও বৃষের কর্মে উন্নতি
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে অহেতুক চিন্তিত হয়ে পড়বেন। কর্মে উন্নতির মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি। ব্যবসায়ে সাফল্যের যোগ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সম্পত্তিকে কেন্দ্র করে পারিবারিক সমস্যা। শিক্ষা যোগ শুভ। আর্থিক উন্নতি মধ্যম। সম্ভাবনা আছে। শারীরিক সমস্যা। যাত্রা যোগ শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
কোন আত্মীয়র পারিবারিক বিষয়ে প্রবেশের ফলে সমস্যা বাড়বে। কনিষ্ঠদের সঙ্গে মতের অমিল হবার যোগ। কর্মক্ষেত্রে অশুভ যোগ বর্তমান।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। বিদেশ ভ্রমণে বাধা। আর্থিক কোনও কারণ নিয়ে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
নতুন কাজে সফলতা লাভের সম্ভাবনা প্রবল। কর্মে উন্নতির যোগ মধ্যম। ব্যবসায়ে সাফল্য আসবে। শারীরিক যোগে বাধা।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সমসাময়িক বিষয় পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। শিক্ষা যোগ শুভ। কর্মে উন্নতির যোগ। বিদেশ ভ্রমণে বাধা।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পরিবারে মনমালিন্যের অবসান। শিক্ষায় শুভ যোগ। কর্মক্ষেত্রে সমস্যা মিটবে। শরীর ভালো নাও যেতে পারে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বর্তমান পরিস্থিতি নিয়ে পারিবারিক সমস্যা। আর্থিক ক্ষতির যোগ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতের অমিল হতে পারে।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত খরচের যোগ আছে। কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নতুন ব্যবসার পরিকল্পনায় সফল নাও হতে পারেন। শারীরিক সমস্যা। বিদেশ ভ্রমণে বাধা। কর্মে উন্নতি। আর্থিক যোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মভাবে সহকর্মী দ্বারা বাধাপ্রাপ্ত। শিক্ষা নিয়ে সমস্যা যাত্রাযোগে শুভ ফল পাওয়া যাবে। পারিবারিক সমস্যা সমাধান। অর্থ যোগে বাধা।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শারীরিক সমস্যা। ঠান্ডা লেগে ভুগতে পারেন। আর্থিক ক্ষেত্রে বাধা। ব্যবসা নিয়ে অংশীদারের সঙ্গে গোলমাল হতে পারে।