কাপাসিয়ায় ‘কোয়ারেন্টিইনে’ চ্যানেল আই’র ফটো সাংবাদিক!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোয়ারেন্টিইন সেন্টারে প্রবেশ করে কোয়ারেন্টিইনে থাকা মানুষের সংস্পর্শে যাওয়ায় চ্যানেল আই’র ফটো সাংবাদিক রমজান আলী রুবেলকে (৩৫) পুলিশের সহযোগিতায় ধরে এনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে প্রবেশের নিয়ম না মেনে প্রবেশ করায় তাকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে রমজান আলী রুবেল (৩৫) নামে চ্যানেল আই’র ফটো সাংবাদিক কাপাসিয়ার পাবুর কোয়ারেন্টাইন কেন্দ্রে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ও দায়িত্বরত আনসারকে ভুল বুঝিয়ে কোয়ারেন্টাইনে প্রবেশের নিয়ম না মেনে প্রবেশ করে সেখানে থাকা মানুষের সংস্পর্শে যাওয়ায় তার স্বাস্থ্যঝুঁকি ও সাধারণ জনগণের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাকে শ্রীপুর থেকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুল্যান্স যোগে শ্রীপুর পুলিশের সহযোগিতায় ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে আসা হয়েছে এবং তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে………..
পর্যবেক্ষনের জন্য কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ ৭ জন
মেঘডুবি থেকে উত্তরা পাঠানো এক ব্যক্তির দেহে ‘করোনা শনাক্ত’