গাজীপুর
কাপাসিয়ায় ‘হোম কোয়ারেন্টাইনে’ না থাকায় ৩ প্রবাসীকে জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় ‘হোম কোয়ারেন্টাইনে’ না থাকায় তিন প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপাসিয়ার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।
কাপাসিয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানিয়েছেন, হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে ১০ হাজার টাকা করে এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই তিন ব্যক্তির মধ্যে দুজন কাতার থেকে এবং একজন সৌদি আরব থেকে ফিরেছেন।
তিনি আরো বলেন কাপাসিয়া উপজেলায় ৩০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। সদ্য বিদেশ থেকে আসা প্রবাসীদের অবশ্যই সরকারি নির্দেশনা মানতে হবে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।