যাত্রাযোগ শুভ মেষের, অর্থযোগ শুভ কর্কটের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
বিদেশ ভ্রমণের সমস্যা কাটতে পারে। কর্মপথে সাহায্য পেতে পারেন কোন সহকর্মীর। মানসিক আতঙ্ক আরও জটিল করে তুলতে পারে। যাত্রাযোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মেক্ষেত্রে সুযোগ আসবে কিন্তু তাকে ব্যবহার করতে গিয়ে বাধার মুখে পড়তে পারেন। পারিবার নিয়ে আতঙ্ক। ব্যবসায়ে উন্নতি। শিক্ষাযোগ শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
সম্পত্তি নিয়ে সমস্যা। সমসাময়িক পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। আতঙ্ক গ্রস্ত হতে পারেন। অতি লোভের লোভের ফলে বিড়ম্বনায় পড়তে পারেন। আর্থিকযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নতুন বন্ধুর মারফৎ ব্যবসায়ে উন্নতি। শিক্ষা নিয়ে সমস্যা। অর্থযোগ শুভ। কর্মে অবনতি। শারীরিক সমস্যা।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দাম্পত্য সম্পর্কে মনমালিন্য দেখা দিতে পারে। কর্মভাবে অস্থিরতা। পারিবারিক সমস্যাগুলি ঠাণ্ডা মাথায় সমাধান করুন। উত্তেজনা সমস্যাকে জটিল করতে পারে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে যোগাযোগকে কাজে লাগিয়ে উন্নতির সুযোগ। কর্মে উন্নতি। শারীরিক সমস্যা। আর্থিক যোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে আর্থিক উন্নতির হবে। কর্মভাবে প্রস্তাব পেতে পারে। দাম্পত্য সমস্যা। পারিবারিক পরিস্থিতি আতঙ্ক তৈরী করতে পারে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কোনও বিষয়ে অতিরিক্ত আশা না করাই ভালো। সাফল্য লাভের জন্য অপেক্ষা করতে হতে পারে। শারীরিক সমস্যা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাছে না।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মভাবে সমস্যা তৈরী হওয়ার সম্ভাবনা আছে। শানসিক অস্থিরতা তৈরী হতে পারে। পারিবারিক সমস্যার যোগ বর্তমান। শিক্ষা যোগে বাধা। বিদেশ ভ্রমণে বাধা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পারিবারিক সমস্যার ফলে অমনোযোগী হয়ে পড়তে পারেন। শিক্ষা ক্ষেত্রে উন্নতি। আর্থিক ক্ষেত্রে সমস্যা। আতঙ্ক গ্রাস করতে পারে। বিদেশ ভ্রমণে সমস্যা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা থাকলেও সেগুলি মিটে যাবে। যাত্রা যোগ শুভ। শিক্ষা নিয়ে সমস্যা। আর্থিক যোগ মিশ্র।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আইনি জটিলতা। বিদেশ ভ্রমণে বাধা। শিক্ষায় শুভ। শ্লেষ্মা জাতীয় রোগ ভোগাতে পারে। পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে।