কাপাসিয়ায় ৮ ব্যবসায়ীকে জরিমানা ও দুই আড়ত সীলগালা করেছে উপজেলা প্রশাসন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে আট ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা এবং অতিরিক্ত পণ্য মুজদ রাখায় দায়ে দু’টি আড়ত সীলগালা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার কাপাসিয়া ও রাওনাইট বাজারের মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।
‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৪০ ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা বলেন, অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে আট ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা এবং অতিরিক্ত চাউল ও পেঁয়াজ মুজদ রাখায় দায়ে দু’টি আড়ত সীলগালা করে দেওয়া হয়েছে। বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, উপজেলার যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও জনসাধারণকে বিভ্রান্ত ও আতংকিত না হওয়ারও পরামর্শ দেন ইউএনও।