কারোনা ভাইরাসের প্রতিরোধের ‘এগারো ধরণের কার্যক্রম’ বন্ধের নির্দেশ গাজীপুরে
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কারোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গাজীপুরে ‘এগারো ধরণের কার্যক্রম’ বন্ধের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়।
শুক্রবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা এক গণবিজ্ঞপ্তিতে ‘এগারো ধরণের কার্যক্রম’ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছ, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এবং জেলার মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে শুধুমাত্র সরকারি কার্যক্রম পরিচালনা করা ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কর্মকাণ্ড ব্যতীত গাজীপুর জেলায় সকল ধরনের ১.সভা-সমাবেশ, ২.সেমিনার, ৩.সামাজিক অনুষ্ঠান, ৪.সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল ধরনের ৫.ধর্মীয় গণজমায়েত আয়োজন না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এছাড়াও জেলার সকল প্রকার ৬.রিসোর্ট, ৭.কমিউনিটি সেন্টার, ৮.পিকনিক স্পট, ৯.বিনোদন পার্ক, ১০।কোচিং সেন্টার এবং ১১. ক্লাবসমূহ পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হলো।