কালীগঞ্জে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি: আট ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অভিযোগে আট ব্যবসায়ীকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার কালীগঞ্জ বাজারের পাঁচ ব্যবসায়ী এবং নাগরী বাজারের তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক।
‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৪০ ধারায় কালীগঞ্জ বাজারের পাঁচ ব্যবসায়ীকে এবং নাগরী বাজারের তিন ব্যবসায়ীকে মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরমধ্যে কালীগঞ্জ বাজারের মেসার্স বণিক এন্টারপ্রাইজ ৩০ হাজার টাকা, মেসাস নিতাই এন্টারপ্রাইজ ৩০ হাজার টাকা, দ্বীপক এন্টারপ্রাইজ ৩০ হাজার টাকা, বিসমিল্লাহ ষ্টোর ৫০ হাজার টাকা ও মেসার্স গৌরাঙ্গ ভান্ডার ৫০ হাজার টাকা এবং নাগরী বাজারের মেসার্স সুনীল এন্টারপ্রাইজ ৩০ হাজার টাকা, মেসার্স সেন্টু স্টোর ২০ হাজার টাকা ও হেমন্ত ট্রেডার্স ৫ হাজার টাকা। স্ব-স্ব প্রতিষ্ঠানের মালিক জরিমানার অর্থ পরিশোধ করেন।
কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলী সাদিক বলেন, অতিরিক্ত মুনাফা লোভী কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি করে বিক্রি করছে এই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর ৪০ ধারায় আট ব্যবসায়ীকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।