টঙ্গী থেকে ডাকাত দলের ৪ সদস্য আটক করেছে র্যাব-১
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর এরশাদনগর এলাকা হতে ডাকাত দলের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব।
শুক্রবার (২০ মার্চ) সকালে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটকরা হলেন— টঙ্গীর উত্তর আউচপাড়ার মৃত রজব আলীর ছেলে রিফাত হোসেন (২২), এরশাদনগর ১ নম্বর ব্লকের আবু মিয়ার ছেলে কাউসার হোসেন (২৪) ও মৃত মাহাবুব আলমের ছেলে সুজন মিয়া (৩০), জামালপুরের সরিষাবাড়ীর বাউসী এলাকার মৃত আব্দুল আলীম কাজীর ছেলে আরিফ হোসেন (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প জানতে পারে এরশাদনগরে একটি সংঘবদ্ধ দল ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাবের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এরশাদনগর ১ নম্বর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের দখল থেকে দুইটি ছুরি, একটি চাপাতি, একটি চাকু, দুইটি মোবাইল এবং নগদ দুই হাজার একশত দশ টাকা জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার ইত্যাদি ডাকাতি করে আসছিল।