গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন বিশ্ব ইজতেমা সফলভাবে আয়োজনের জন্য দোয়া নিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদরাসায় দোয়া নিতে যান মন্ত্রী।
এর আগে চট্টগ্রামের নানুপুর ওবাইদিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে যোগ দেন মন্ত্রী। পরে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেলে তিনি দারুল উলুম হাটহাজারী মাদরাসায় যান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সুচারুরূপে আনজাম দেওয়ার জন্য আমি হুজুরের কাছে দোয়া চাইতে এসেছি। হুজুরও বিশেষভাবে দোয়া করেছেন এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার অনুরোধ জানিয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী হাটহাজারী মাদরাসায় পৌঁছলে আল্লামা শফীর ছেলে ও জামেয়ার সহকারি শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানীসহ শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, ডিআইজি রুকনুদ্দিন, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরী।